• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক: ‘সন্তুষ্ট’ উভয় পক্ষ

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি এবং তৎসংক্রান্ত সংস্কার কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।

স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রথমে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয় এবং পরে ড. ইউনূস ও তারেক রহমান দেড় ঘণ্টাব্যাপী একান্তে কথা বলেন।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি হলে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে, অর্থাৎ রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজন করা সম্ভব। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেখ হাসিনার আমলের ‘হত্যাযজ্ঞের’ বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার ও বিচার—দুটি বিষয়েই পর্যাপ্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং এই অগ্রগতি নির্বাচনের আগেই দৃশ্যমান হবে।”

এপ্রিলে ঘোষিত নির্বাচনের রোডম্যাপ ঠিক থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “সংস্কার কাজ দ্রুত শেষ হলে নির্বাচনের সময় এগিয়ে আনা যেতে পারে।”

বিএনপির পক্ষ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তাঁরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চান। তিনি বলেন, “আমরা অবশ্যই এই বৈঠকে সন্তুষ্ট।

বৈঠকের ফল নিয়ে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “আমরা সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো একসঙ্গে যৌথ ঘোষণা দিতাম না।” জাতীয় সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান আমীর খসরু। তিনি বলেন, এটি নির্বাচনের পরের বিষয়।


More News Of This Category