জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫” এর ফাইনাল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই খেলায় ‘শান্তিপুর ইয়াং স্টার সোসািটি’ ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘শান্তিপুর সুপার ঈগল স্পোর্টিং ক্লাব।’
ফাইনাল ম্যাচের উত্তেজনা মুহূর্তে ইনসান (জার্সি নম্বর ৩৭) চমৎকার একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে ইনসানের জয়সূচক গোলে।
খেলার উদ্বোধন করেন শান্তিপুর কবরস্থান কমিটির সভাপতি মো. তকিবুর রহমান মোল্লা টুটুল। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামিয়া আরাবিয়া রাহমানিয়া মহিলা মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ মো. লুৎফর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুজ্জামান মৃধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলাতিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মালেক মিয়া, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, রূপা মেটাল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান, চান্দহর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহীদ, যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম পান্নু, আব্দুল মালেক এবং আজিজুর রহমান মন্টু।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চান্দহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহসিন খান রিপন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।