জুলাই-আগস্টের গণ-আন্দোলনে শহীদদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১২টায় মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম, সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা বিএম ইয়াসিন সাগর, আমিনুল ইসলামসহ সদর উপজেলা, পৌর ও দেবেন্দ্র কলেজের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলন বাংলাদেশের স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে ছাত্রদলের ভূমিকা অন্যতম, কিন্তু কিছু মহল এই ভূমিকাকে তাচ্ছিল্য করছে।” পরিশেষে তাঁরা ছাত্রদলের নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।