• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম ::
চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত গাজীপুরে ঝোপ থেকে অটো চালকের মরদেহ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

ডোবার ধারে মিলল বৃদ্ধের লাশ; জিজ্ঞাসাবাদের জন্য আটক-৫

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মো. ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে।

উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।

বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।

আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।

দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’

স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকায় থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’

এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’


More News Of This Category