জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় জাতীয় পার্টির মানিকগঞ্জ জেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টি, মানিকগঞ্জ জেলা শাখা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুলসহ প্রায় ৪০ জন নেতাকর্মী।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নেতাকর্মীরা এরশাদের রাজনৈতিক জীবন ও দেশ পরিচালনায় তার অবদানের কথা স্মরণ করেন এবং দলকে আরও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।