নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এক প্রবাসীর জমি দখল, লুটপাট এবং স্ত্রীর নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ লিখিত অভিযোগে জানিয়েছেন, তার স্বামী মাসুম মিয়া সৌদি আরবে কর্মরত। এই সুযোগে প্রতিবেশী আলাউদ্দিনসহ এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়, রাতের আঁধারে ইট দিয়ে বাউন্ডারি তৈরি করে জমি দখল করা হয়। পরে, দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া, গৃহবধূ ঘরে একা থাকাকালে জানালায় ও দরজায় বারবার ঢিল ছুড়ে ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগী জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এবিষয় আলাউদ্দিনকে বাড়ীতে পাওয়া যায়নি, এবং তার পরিবারের কেও কথা বলতে রাজী না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সিংগাইর থানার কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”