মো. কামরুল হোসেন সুমন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফজলে রাব্বির সাথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ ১৫ জুলাই, মঙ্গলবার, সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় গণঅধিকার পরিষদের নেতারা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক সোহাগ, সদস্য সচিব সাখাওয়াত হোসেন এবং ২ নং হাজিরহাট ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি নিজাম উদ্দিন।
মনপুরা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা গণঅধিকার পরিষদের নেতাদের বলেন, “আপনারা অতীতে যেভাবে কাজ করেছেন, এখনো সেভাবে কাজ করবেন। আমি চাই মনপুরায় রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে আইন-শৃঙ্খলা মেনে এগিয়ে যাক।” তিনি কোনো ধরনের সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।
জবাবে গণঅধিকারের নেতারা বলেন, “আমরা অতীতেও কারো সাথে সংঘাতে জড়াইনি এবং ভবিষ্যতেও জড়াতে চাই না। আমরা আইন-শৃঙ্খলা মেনে দায়িত্বের সাথে কাজ করব।”