নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (বাবুল মেম্বার) জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুল হোসেন কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।