• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

আদালত চত্বরে মমতাজকে ডিম ও জুতা নিক্ষেপ; ৬ দিনের রিমান্ড

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুটি পৃথক মামলায় ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে পৃথক দুই আদালতে রিমান্ড মঞ্জুরের পর আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুন নূর সিংগাইর থানার একটি হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেলা ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে শুনানির জন্য মানিকগঞ্জ আদালতে আনা হয়।

আদালতে হাজিরের সময় বিএনপি পন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, “২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মো. মজনু মোল্লা সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মমতাজ বেগমকে ৩ নম্বর আসামি করা হয়।”

গত বছরের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

ওসি বলেন, “রিমান্ড শুনানির পর আদালতের নির্দেশে মমতাজ বেগমকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।”


More News Of This Category