
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুটি পৃথক মামলায় ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে পৃথক দুই আদালতে রিমান্ড মঞ্জুরের পর আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুন নূর সিংগাইর থানার একটি হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেলা ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে শুনানির জন্য মানিকগঞ্জ আদালতে আনা হয়।
আদালতে হাজিরের সময় বিএনপি পন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, “২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মো. মজনু মোল্লা সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মমতাজ বেগমকে ৩ নম্বর আসামি করা হয়।”
গত বছরের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।
ওসি বলেন, “রিমান্ড শুনানির পর আদালতের নির্দেশে মমতাজ বেগমকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।”
Discussion about this post