
মানিকগঞ্জ প্রতিনিধি।।
এবার সেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে জোর করে হাসেম আলি নামে অসহায় এক কৃষকের জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ ওঠেছে দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলামিন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এতে বাঁধা দিলে কৃষক হাসেম আলি’সহ পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে আলামিন ও সাঙ্গপাঙ্গরা। এই ঘটনায় ভুক্তভোগী হাসেম আলি বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিলেও চুপ রয়েছে পুলিশ।
অভিযুক্ত’রা হলো, দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের মৃত খোরশেদ আলির ছেলে ও দৌলতপুর উপজেলা সেচ্ছা দলের আহবায়ক ১। মোঃ আলামিন (৩৩), একই গ্রামের মৃত তজেম শেখের ছেলে ২। মোঃ জালাল (৩৮), ও মৃত জয়নাল সেখের ছেলে ৩। রিপন সরকার (৪২)।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আলামিন দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হওয়ায়,সেই সুবাদে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জোর পূর্বক অত্র এলাকার বিভিন্ন মানুষের জমি থেকে ভেকু মেশিন দিয়া মাটি কাটে এবং সেই মাটি বিক্রয় করে অবৈধ ভাবে প্রচুর টাকা হাতিয়ে নেন। গত ৭ই মে-২৫ সকালে তালুকনগর বাজারের উত্তর পাশে হাসেম আলি নামক এক কৃষকের জমি হইতে ভেকু মেশিন দিয়ে জমির মাটি কেটে বিক্রয় করতে গেলে ঘটনাস্থলে হাজির জমির মালিক হাসেম আলি। পরে জমির মাটি কাটতে বাঁধা দিলে আলামিন ও তার সাঙ্গপাঙ্গ’রা হামলা করে তাকে গুরুত্ব আহত করে। পরে হাসেম আলির ডাক চিৎকারে তার পিতা মোঃ ফরিদ শেখ (৫২), ও ছেলে মোঃ তুহিন (১২) এবং স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (২৮) এগিয়ে আসলে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায় আলামিন ও তার সাঙ্গপাঙ্গ’রা। এসময় তাদের পড়নের জামা কাপড় ছিড়ে বিবস্ত্র করে ফেলে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী হাসেম আলি বলেন,আমার জমির মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছিল আলামিন ও তার লোকেরা। আমি বাঁধা দিলে আমাকে সহ আমার পরিবারের সবাইকে বেধড়ক মারপিট করে। এই নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ কাউকে ধরছে না। উল্টো আলামিন আামদের স্বপরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এই ঘটনায় অভিযুক্ত সেচ্ছাসেবক দলের আহবায়ক আলামিনের সাথে কথা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,আমি এই ঘটানার সাথে কোন ভাবেই জরিত নই। প্রশ্ন করা হয়েছিলো দলীয় প্রভাব খাটিয়ে কিভাবে মাটির ব্যবসা করছেন। এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, আমি কোন মাটির করি না। একটা গ্রুপ আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতি করার জন্য একটি মহল এই অপপ্রচার করছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোঃ জিন্না খান বলেন,জেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলামিন’কে শোকজ করা হয়েছে।
পুলিশ চুপ রয়েছে বিষয়টা অস্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post