মানিকগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং স্তন ক্যান্সার প্রতিরোধের বার্তা নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা দিনশেষে জনতার উৎসবে পরিণত হয়।
শনিবার (১৯ জুলাই) সকাল ৭টায় পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় সাড়ে ৬ কিলোমিটারের “ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস রান”। শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) শেষ হওয়া এই ম্যারাথনে সেনাবাহিনী ও পুলিশের সদস্য, পেশাদার দৌড়বিদ এবং ছাত্র-ছাত্রীসহ তিন শতাধিক মানুষ অংশ নেন। হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রতিযোগীদের করতালি দিয়ে উৎসাহ জোগান।
পরে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভা ও স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জুলাই বিপ্লবে মানিকগঞ্জের পাঁচ শহীদের স্মরণে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে পাঁচটি গাছের চারা রোপণ। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব) বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি।”
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেখাব হায়দার খান বলেন, “সুস্থ জাতিই একটি সুস্থ দেশের ভিত্তি। স্তন ক্যান্সারসহ সব ধরনের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত চেষ্টা করা প্রয়োজন।”
জেলা প্রশাসকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রুসকিন), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুর রহমান বাবু, সিভিল সার্জন ডা. মো. খোরশেদ আলম, সাবেক এমপি কাজী শাম্মী শেরসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচিটি একটি সফল উৎসবে পরিণত হয়।