নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
গাজীপুরের কালীগঞ্জে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মূলগাঁও মাদ্রাসার পাশে একটি ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত অটোরিকশাচালকের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উপজেলার চৈতারপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ১৯শে জুলাই (শনিবার) রাতে অটোরিকশা নিয়ে বের হন আনোয়ার হোসেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার দুপুরে স্থানীয় কিছু শিশু খেলতে গিয়ে ঝোপের মধ্যে মোবাইলের শব্দ শুনে কাছে গিয়ে মরদেহটি দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, আনোয়ার হোসেন একজন সৎ ও নিরীহ মানুষ ছিলেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তারা জানেন না। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাস দেওয়া হয়েছে।