• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

আইসিডিডিআরবি-র ডায়াগনস্টিক সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : শনিবার, ১৭ মে, ২০২৫

গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করতে রবি এলিট যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর,বি-র সঙ্গে। এখন থেকে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি এবং আইসিডিডিআর, বি। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ; অ্যাকজেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার, আবুল কালাম মো: নাজমুল ইসলাম; হেড অফ রবি মার্কেটিং, মোঃ শওকত কাদের চৌধুরী প্রমুখ।

আইসিডিডিআর,বি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, পরিচালক (ফাইন্যান্স) থমাস লিয়াম ব্যারি, হেড অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, ডা. মোঃ ফজলুল কবীর; হেড অফ হসপিটাল সার্ভিসেস, ডা.মোঃ জাকিরুল করিম; হেড অফ ডেভেলপমেন্ট, আরমানা আহমেদ; হেড অফ রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স,মোহাম্মদ নাফিউ আলম; সিনিয়র ম্যানেজার (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স) মোঃ শাহরিয়ার বিন এলাহী প্রমুখ।

এই অংশীদারত্ব প্রমাণ করে যে, রবি এলিট সবসময়ই তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে রবি এলিট গ্রাহকরা সহজে ও কম খরচে নির্ভরযোগ্য ও উচ্চমানের স্বাস্থ্যসেবা পাবেন। বিশেষ এই অফার সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত তথ্য পাবেন রবির ওয়েবাসইট ও ’মাই রবি’ অ্যাপ থেকে।

অনুষ্ঠানে ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করতে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা। সম্ভাব্য এসব অংশীদারত্বের মধ্যে রয়েছে- রবি এলিট সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে ডিজিটাল সমাধান, গবেষণায় সহায়তার জন্য এআইভিত্তিক টুলস নিয়ে আসা, ঢাকা ও চাঁদপুরের মতলবে আইসিডিডিআর,বি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদানের জন্য তহবিল সংগ্রহের সুযোগ ইত্যাদি।


More News Of This Category