• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

বিনোদনের রাজ্যে নতুন রাজা: ভিভো ভি৫০ লাইট

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ব্যস্ত দিন শেষে অথবা সাপ্তাহিক ছুটিতে নিজের জন্য সময় বের করে নিতে চায় সবাই। চায় একটু বিশ্রাম ও ভরপুর বিনোদন। কফি, স্ন্যাক্স সাথে ফুল অন নেটফ্লিক্স বিঞ্জ – এ যেন ক্লান্তি দূর করার এক থেরাপি। কিন্তু এই মুহূর্তগুলো আরও নিখুঁতভাবে উপভোগ করতে প্রয়োজন একটি ভালো ডিসপ্লে এবং শক্তিশালী অডিও সিস্টেম, যা পাওয়া যায় ভিভো ভি৫০ লাইটের উচ্চমানের ডিসপ্লে ও পাওয়ারফুল স্পিকার থেকে।

তাই চলুন জেনে নেওয়া যাক, যে কারণে ভিভো ভি৫০ লাইট হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের প্রিয় ডিভাইস।

ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ আল্ট্রা ভিশন অ্যামোলেড ডিসপ্লে, যা রিচ কালার ও উজ্জ্বল স্ক্রিনের মাধ্যমে স্পষ্ট ও সুন্দর ভিজ্যুয়াল উপস্থাপন করে। আর ২.৫ডি পো-লেড ফ্ল্যাট স্ক্রিন, আল্ট্রা-ন্যারো বেজেল ডিজাইন এবং ৯৪.২% স্ক্রিন-টু-বডি রেশিও স্মার্টফোনটির ডিসপ্লেকে আরও বড় ও বিস্তৃত করে তোলে। এই কারণেই সিনেমা, ওয়েব সিরিজ, ইউটিউব, কিংবা রিলস – যেটাই দেখুন না কেন, প্রতিটি ফ্রেমেই থাকে নিখুঁত ডিটেইল ও দারুণ ক্ল্যারিটি, যা ঘরে বসেই প্রিমিয়াম মানের বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করে।

১৮০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে ভিভো ভি৫০ লাইটের স্ক্রিন এতটাই পরিষ্কার যে, সরাসরি রোদেও প্রতিটি মুহূর্ত স্পষ্ট ও জীবন্ত দেখা যায়। চোখ-জুড়ানো ভিজ্যুয়াল অভিজ্ঞতার ফলে ফোনটি দিয়ে দেখলে যেকোনো দৃশ্যই আরও বাস্তবসম্মত মনে হয়। সাথে এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করে যে দীর্ঘসময় ব্যবহারের পরও চোখে কোনো চাপ বা ক্লান্তি অনুভূত হয় না। এছাড়াও স্মার্টফোনটির ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয় একদম স্মুথ এক্সপেরিয়েন্স। স্ক্রলিং হোক বা স্ট্রিমিং, সব কিছুতেই পাওয়া যায় বাঁধাহীন ফ্লো।

ভালো ডিসপ্লের সঙ্গে মানসম্পন্ন অডিও সিস্টেমও বিনোদনের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। আর ভিভো ভি৫০ লাইট এই দিক থেকেও প্রস্তুত পুরোপুরি। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রদান করে ৪০০% পর্যন্ত বেশি ভলিউম। তাই সিনেম্যাটিক সাউন্ড কোয়ালিটির সঙ্গে মিলিয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ মাল্টিমিডিয়া অভিজ্ঞতা।

ফোনটিতে দীর্ঘস্থায়ী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকায় বারবার চার্জ করার প্রয়োজন নেই। আর ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করায় কম সময়েই ডিভাইসটি আবার ব্যবহার উপযোগী হয়ে ওঠে।

এভাবেই ‘স্লিমার বাট স্ট্রংগার সো প্রো’ ভিভো ভি৫০ লাইট পারফরম্যান্স বা ব্যাটারিতে যেমন শক্তিশালী – এর ডিজাইন, ডিসপ্লে আর অডিও সবকিছু মিলে বিনোদনপ্রিয় ইউজারদের জন্য একদম স্পট-অন পছন্দ।


More News Of This Category