• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

রবির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

রবি আজিয়াটা পিএলসির পরিচালনা পর্ষদ জিয়াদ সাতারাকে কোম্পানির পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিয়োগটি কার্যকর হবে।

জিয়াদ সাতারা দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত এম. রিয়াজ রশীদ, ভারপ্রাপ্ত সিইও ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

বাংলাদেশ, জর্ডান, ইতালি ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন জিয়াদ । তিনি মোবাইল, ব্রডব্যান্ড ও ফিক্সড-লাইন সেবা খাতে উদ্ভাবন, বাণিজ্যিক উৎকর্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে দীর্ঘদিন সাফল্যের সাথে কাজ করেছেন।

টেলিকম খাতে ব্যবসা এগিয়ে নেওয়া, আধুনিকীকরণ এবং গতিশীল ও সম্ভাবনাময় বাজারে নতুন দৃষ্টিভঙ্গিতে সাফল্য অর্জনের ক্ষেত্রে জিয়াদ একজন অভিজ্ঞ ও কৌশলী নেতা। তথ্যপ্রযুক্তি, গ্রাহক-কেন্দ্রিক সেবাদানে অভিজ্ঞতা ও রিটেইল অপারেশন্স বিষয়েও তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।

জিয়াদ বিভিন্ন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রবৃদ্ধি ও উৎকর্ষ অর্জন নিশ্চিতে বিশেষ ভূমিকা রেখেছেন।

তিনি ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঢাকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। পরে সাত বছর জর্ডানের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর উমনিয়াহ’র সিইও ছিলেন তিনি। সর্বশেষ তিনি কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটাতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে একটি উচ্চ দক্ষতাসম্পন্ন টিম গড়ে তুলে টেকসই আর্থিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিয়াদ।

রবি আজিয়াটা পিএলসিতে জিয়াদ সাতারাকে স্বাগত জানিয়ে রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাই বলেন, “জিয়াদ সাতারার রয়েছে প্রখর কৌশলগত দৃষ্টিভঙ্গি, গ্রাহকদের চাহিদা বোঝার গভীর ক্ষমতা এবং দক্ষ টিম গঠনের সফল অভিজ্ঞতা।  আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রবি বাজারে তার অবস্থান আরও সুদৃঢ় করবে এবং পরিকল্পনা অনুযায়ী রবির উন্নতর সেবা সেই সঙ্গে নতুন নতুন উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। রবি পরিবার ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করি।”


More News Of This Category