মো. কামরুল হোসেন সুমন, মনপুরা:
ভোলার মনপুরা উপজেলায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে ভোলা জেলার শহীদ ৪৮ যোদ্ধার নামে এই বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি, মনপুরা নৌ-কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ রিফাত, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির, মনপুরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, প্রেসক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।