• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

এসএসসিতে পাশের হার ও জিপিএ-৫, দুই সূচকেই এগিয়ে মেয়েরা

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।

ফলাফলে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এবারের এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর ১১টি বোর্ডে গড় পাশের হার ছিল ৮৩.০৪ শতাংশ। সেসময় জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

এ বছর ছাত্রদের মধ্যে পাশের হার ৬৫.৮৮ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাশের হার ৭১.০৩ শতাংশ। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ হাজার ৪১৬ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭৩ হাজার ৬১৬ জন।

চলতি বছর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬৮.০৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩ শতাংশ।

এছাড়া ৯ টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৭.৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।


More News Of This Category