সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরে সিংগাইর পৌর এলাকার দেওয়ান প্লাজার তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্যে দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠু বলেন, “আমি পারিবারিকভাবে ও রাজনৈতিকভাবে এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আসন্ন উপজেলা সম্মেলনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে আমার জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট করতে ২৩ জুন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।”
তিনি আরও বলেন, “সংবাদে উল্লেখিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান হুমকির মুখে পড়েছে।”
তিনি সংবাদে উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “তাদের মন্তব্য সত্যনির্ভর নয়। একজন জনবিচ্ছিন্ন হয়ে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন, অপরজন শিবিরের রাজনীতি থেকে উঠে এসে এখন সরকারি বিদ্যালয়ের মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।”
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।