সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে শাকিল আহমেদ(২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাকিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , প্রায় সাত-আট মাস আগে শাকিল নিজের ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে একটি কটূক্তিকর মন্তব্য করেন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি তা মুছে ফেলেন। তবে গতকাল সোমবার সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে শাকিলকে উদ্দেশ করে নানা হুমকি-ধামকি দেওয়া হয়।
এদিকে সোমবার রাতে শাকিলের নিজ এলাকা ছাড়াও পাশ্ববর্তী এলাকা থেকে লোকজন তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথেও উত্তেজিত আচরণ করে ও হুমকি দেয়। এসব ঘটনার পর গতরাতে আনুমানিক রাত ২টার দিকে শাকিল নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, “মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।”