• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের উদ্বোধন

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিকালে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিন।‌

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট সামসুল হক ভূইয়া, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা শফিউল্লাহ্, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বদিউজ্জামান, পুবাইল সাংঘঠনিক থানার জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান। উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি খাইরুল হাসান তিনি তার বক্তব্যে বলেন,আমরা সতেরো বছর পর কালীগঞ্জে নিজস্ব উপজেলা কার্যালয় উদ্বোধন করতে পারায় আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী।
পরে আলোচনা সভা শেষে দোয়া ও তোবারক বিতরণ এ-র মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত হয়।


More News Of This Category