• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

মনপুরায় ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : সোমবার, ২ জুন, ২০২৫

মো. কামরুল হোসেন সুমন, মনপুরা (ভোলা):

ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ন্যায় মনপুরা উপজেলার বাংলাবাজারে ও পশুর হাটগুলো জমজমাট হতে শুরু হয়েছে। সরেজমিন ঘুরে আজ ১ জুন রোজ রবিবার বিকেল ৫ ঘটিকার সময় বাংলা বাজার দেখা যায় এমন পশুর হাটের চিত্র। এরমধ্যে মনপুরার বাংলা বাজার সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত উপজেলার পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। ঈদের কুরবানিকে ঘিরে ব্যাপক প্রস্তুত ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে এ হাটে। প্রতি হাটেই বাড়ছে পশুর সংখ্যা, একই সঙ্গে প্রতিদিন বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়।

ক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এ বছর গরুর দাম কম রয়েছে । তবে খামারিরা বলছে উল্টো কথা। গরুর লালন পালনে পশু খাদ্যের দাম অনেক বেশি সে তুলনায় গরুর দাম অনেক কম। পশু হাটের দায়িত্বে থাকা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,প্রতিদিন হাটে কমপক্ষে ২০০-৩০০ টি গরু ছাগল,ভেড়া দেখা গেছে। মনপুরা উপজেলার এই হাটটিতে পশুর হাট এবছর পশু বিক্রিতে এ অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। মনপুরার বিভিন্ন গ্রাম থেকে আগত খামারিরা নিয়ে আসছেন নিজ নিজ বাড়ি বা খামারে লালন-পালন করা গরু, ছাগল, ভেরা।

বড় ব্যবসায়ী ছাড়াও অনেক ছোট খামারি ও চাষিরা গরু- ছাগল নিয়ে আসছে এই হাটে। উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মনপুরা উপজেলায় এ বছর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে অসংখ্য গরু,ছাগল,ভেড়া।

মনপুরার বাংলাবাজার হাটে শুধু স্থানীয় নয়, মনপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতাদের দেখা যাচ্ছে।

হাট পরিচালনায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, হাটে পশু পরিবহন, ক্রয়-বিক্রয়, এবং হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং টিম।

মনপুরায় কোড়ালিয়া বাজার,সিরাজগঞ্জ বাজার,বাংলাবাজার, হাজিরহাট বাজার এই বছর কুরবানির পশুর হাট জমে উঠেছে বলে দেখা গিয়েছে। খামারিরা বলছেন এ বছর হাটে ভালো দাম পাওয়া যাচ্ছে না। বাজারের পশু বিক্রেতারা জানান,বাজারে আমদানিকৃত পশুগুলো সুস্থ ও উন্নত, দামও তুলনামূলকভাবে হাতের নাগালে।তবে এবারের ঈদুল আজাহায় দেশীয় গরুর কদর বেড়েছে।


More News Of This Category