
সিংগাইর প্রতিনিধি।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রাহকের ২০০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি এনজিও। এতে নিঃস্ব হয়েছে ১৮৩৪টি পরওবার। ওই এনজিও’র অফিসে ঝুলছে তালা।
এঘটনায় রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জামসা ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা কর্মকর্তাদের অফিসে না পেয়ে ক্ষিপ্ত হয়ে এনজিও মালিকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন।
ভুক্তভোগী মিলন জানান, আমি ১৫ বছর বিদেশে কষ্ট করে টাকা জমাইছি। ৪৮ লাখ টাকা এই এনজিওতে জমা রাখছিলাম। এখন তারা আমাকে শুধু ঘুরাইতাছে। টাকা না পাইলে আমি পথে বসবো।
আরেক ভুক্তভোগী নারী জানান, আমার প্রবাসী স্বামী টাকা তুলতে না পেরে এখন আমাকে ছেড়ে চলেগেছে। আমরা কি করবো, কোথায় যাবো?”
ভুক্তভোগীরা জানিয়েছেন, এনজিওটির পার্টনার ছিলেন জামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামানসহ মো.
আমজাদ হোসেন, মো. উজ্জ্বল ও হাবিবুল্লাহ।
এদিকে এনজিও পার্টনার মো. উজ্জ্বল মোবাইল ফোনে জানান, তাদেরকে এক বছরের সময় দিতে। উজ্জ্বল আশ্বাস দেন, সময় পেলেই সকল গ্রাহকের টাকা পরিশোধ করা হবে।”
তবে প্রতারিত গ্রাহকদের অভিযোগ, একাধিকবার এমন আশ্বাস দেয়ার পরও কোনো টাকা ফেরত পািনি। তাই তারা আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে পারছেন না।
ক্ষুব্ধ এলাকাবাসীরা দ্রুত বিচার এবং টাকা উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।