• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরিক্ষা, ছানি রোগী বাছাই ও ছানি অপারেশনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা, ডায়বেটিক পরিক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচি করা হয়।

শুক্রবার (২৩ মে) সারাদিনব্যাপী গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা রজনীগন্ধা ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা করতে পেরে বেশ আনন্দিত গ্রামবাসী ।এছাড়াও পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে সংগঠনটি।

ঘোনা গ্রামের রেবেকা বেগম বলেন, অনেকদিন ধইরা শরীর খারাপ লাগতো। আজকে জানলাম আমার ডায়াবেটিস আছে। তারা পরামর্শ দিয়েছে, ওষুধও দিয়েছে। এই ক্যাম্পটা না থাকলে জানতেই পারতাম না।

দিনমজুর রফিক ইসলাম বলেন, ‘চোখে অনেকদিন ধরে ঝাপসা দেখতেছিলাম। ভাবতাম ময়লা পড়ছে বা চোখ শুকাইয়া গেছে। আজকে ডাক্তার বললো ছানি হইছে। তারা অপারেশনের ব্যবস্থা করতেছে। এই বয়সে অন্ধ হইয়া যাইতাম, আল্লাহ তাদের মঙ্গল করুক।’

লায়নস ক্লাব অফ ঢাকা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ টু এর গভর্নর লায়ন মোঃ হানিফ জানান, এত চক্ষু রোগী যে আসবে এখানে তা কল্পনা করিনি। অনেকের চোখে অপারেশন করাতে হবে সেটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত সহ পরবর্তীতে করে দেবো। আমরা মানুষের যে কোন বিপদে আপদে পাশে থেকেছি ।

এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অফ ঢাকা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ টু এর গভর্নর লায়ন মো. হানিফ , ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, লায়ন্স ক্লাব অফ ঢাকা রজনীগন্ধার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার কবির আহমেদ মোমিন, সাবেক প্রেসিডেন্ট ,ইঞ্জিনিয়ার এহসানুল কবির শুভ , লায়ন জাহিদুর রহমান ,লায়ন মরিয়ম বিনতে হোসেন, গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন আহমেদ দেলজু , দাতা সদস্য সালাম আহমেদ, মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন সাদ্দাম আহমেদ, সাংবাদিক ফেরদৌস আহাম্মেদ এবং বিদ্যালয়ে সাবেক অভিভাবক সদস্য শামসুর রহমান ও আয়নাল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


More News Of This Category