শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

-
প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

সিংগাইর উপজেলার শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিটে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত প্রভাতফেরির মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। হাতে হাত রেখে ভাষা শহীদদের স্মরণ কোমলমতি শিক্ষার্থীরা শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ে হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে এবং তাদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এমন আয়োজন খুবই দরকারি। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলেই তারা জাতির সম্পদ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধাস শিক্ষক এনামুর হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর