সিংগাইর উপজেলার শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ।
সহকারী শিক্ষক নোশন তাবাসসুম ও ফাহিম আবরার নির্ঝর এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রনজিত সাহা, চান্দহর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুহুল আমিন, সাইফুল ইসলাম পান্নু, আমজাদ হোসেন, সদর আলী হাসান, আব্দুল মোন্নাফ, এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।