যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে এমন মুহূর্তের একটি ভিডিও আপলোড করা হয়।
ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
ভিডিওতে তারেক রহমানকে হাতে খাবারের বক্স নিয়ে হাসপাতালে যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।