শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

-
প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক:

ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১ টা থেকে ২ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ছাত্রলীগ নেতা নাহিদ মনির ও আশিকসহ কমপক্ষে ২০ জন ছাত্রলীগ যুবলীগ নেতার সমন্বয়ে ৪২১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।সরাসরি জুলাই-আগস্ট গণহত্যার  সাথে জড়িতদর নিয়ে কমিটি ঘোষণার পরপরই আমরা ২৫০ জন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করি। পাশাপাশি ওই কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেই। তারপরও কেন্দ্রীয় সমন্বয়করা কমিটি বলাল রেখেছেন। তাই বাধ্য হয়ে আজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। এখান থেকে আমরা কেন্দ্রীয় কমিটিকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিলাম। নির্ধারিত সময়ে বিতর্কিত ওই কমিটি বাতিল না করলে আগামীতে কঠোর আন্দোলন পালন করা হবে।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রুদ্র টাকার বিনিময়ে ছাত্রলীগকে পুনর্বাসিত করার হীন উদ্দেশ্যে এই পকেট কমিটি ঘোষণা করে।

এসময় নবগঠিত কমিটির যুগ্ন সদস্য সচিব নাসিম খান, সদস্য শাকিল হোসেন, মেহরাব হোসেন সহ দুই শতাধিক বিক্ষুব্ধ ছাত্র -সমন্বয়ক উপস্থিত ছিলেন।

পরে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের মালিকানাধীন ‘জাহিদ টাওয়ার’ এ তালা ঝুলিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

গত ২০ ফেব্রুয়ারি কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল।



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর