শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
কালীগঞ্জে জামায়াতের কর্মীদের ইফতারে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার চরফ্যাশন উপজেলা কমিটি গঠন নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

-
প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র দলীয় শৃঙ্খলা ও নীতিমালা অমান্য করার কারণে সেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসেন মোফাকে বরখাস্ত করেছে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার দলটির গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও নানা ভাবে দলীয় শৃঙ্খলা নষ্টের দায় স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে সকল অভিযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে তাহলে লক্ষ্য করা হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অবায়ক হাসিবুর রহমান খান গণমাধ্যমকে জানায়, দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসেন মোফার নামে অভিযোগ রয়েছে। যা দলের শৃঙ্খলা ও নীতিমালা নষ্ট করছে। এমত অবস্থায় তাকে দলের সকল কার্যক্রম ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সেই সাথে দলের সকল নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার দলীয় যোগাযোগ না রাখা নির্দেশ করেন। এ দিকে তোফাজ্জল হোসেন মোফা তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ গিনিস ওয়ার্ল্ড বুকে স্থান করে নেওয়া জাতীয়তাবাদী দলের বহিষ্কৃত নেতা হয়ে গেলাম।

অন্য আরেকটি পোস্টে লিখেন রাজনৈতিক সূত্র যারা জানেনা তারাই কেবল আমার বহিষ্কার আদেশ শুনার পর আলহামদুলিল্লাহ বললেন। অথচ রাজনীতিতে পুরস্কার, তিরস্কার, বহিষ্কার, গ্রেপ্তার পেয়ে এসেছে। তার এই পোষ্টের নিচে অনেকেই দুঃখ প্রকাশ করেন এবং অনেকেই বিএনপি’র সঠিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেন।



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর