ভোলার মনপুরায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) সন্ধ্যায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল এই যৌথ অভিযান চালায়। অভিযানে মাস্টারহাট বাজারের ব্যবসায়ী মো. হাসান মাস্টার এবং তার কর্মচারী ইলিয়াসকে আটক করা হয়। এসময় তাদের গুদাম থেকে প্রায় ৭৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
এদিকে, অভিযানের সময় আটক কর্মচারী ইলিয়াস জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি শিশু বলাৎকারের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে নৌবাহিনীর কমান্ডার এইচ এম রিফাত (বিএন) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মাস্টারহাট বাজারে বিপুল পরিমাণ অবৈধ জাল মজুদ রয়েছে। সেই তথ্যের সূত্র ধরে মনপুরা থানা ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৭০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৭৫ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।”
তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো পরে নৌবাহিনীর ক্যাম্পের সামনে আনা হয় এবং মনপুরা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।