বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা ড. রাবেয়া নূর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহতাবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাশেদ আল মাহমুদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. দবিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শতাধিক কৃষকসহ উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্নভোজ, ফোল্ডার, ক্যাপ, নোটবুক, কলম ও ভাতা প্রদান করা হয়।