এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।
ফলাফলে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এবারের এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর ১১টি বোর্ডে গড় পাশের হার ছিল ৮৩.০৪ শতাংশ। সেসময় জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
এ বছর ছাত্রদের মধ্যে পাশের হার ৬৫.৮৮ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাশের হার ৭১.০৩ শতাংশ। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ হাজার ৪১৬ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭৩ হাজার ৬১৬ জন।
চলতি বছর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬৮.০৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩ শতাংশ।
এছাড়া ৯ টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৭.৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।