• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

প্রত্যক্ষ ভোট ব্যতীত ছাত্র প্রতিনিধি নির্বাচন করার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই – সমন্বয়ক জাহিদ

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন, সমন্বয়ক জাহিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ফেসবুকে গ্রুপে স্ট্যাটাসের মাধ্যমে বলেন , শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করার অধিকার চেয়ারম্যান, ডিন কিংবা ভিসির; কারোরই নাই।

তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসন ‘পিক এন্ড চুজ’ পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন করতে চাচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তার ভাষায়, ছাত্র প্রতিনিধি হতে হবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। যাকে তারা নির্বাচিত করবে, সেই-ই প্রকৃত প্রতিনিধি।

তিনি আরও বলেন, রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা পুরো সিস্টেম পরিবর্তনের চেষ্টা করেছি। অথচ এখনকার এই সিদ্ধান্ত জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করার শামিল।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই প্রতিনিধি নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ‘মেধাহীন’ কেউ ভর্তি হয় না। শিক্ষার্থীদের সিদ্ধান্ত শিক্ষার্থীরাই নেবে, প্রশাসন নয়।

উল্লেখ্য, গতকাল ১২ জুন, ২০২৫ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে জানানো হয়,সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন করা হবে।

নোটিশে সদস্য মনোনয়ন প্রক্রিয়াতে জানানো হয়, প্রতিবছরের YCGPA (Yearly Cumulative Grade Point Average) এর ভিত্তিতে সদস্য মনোনয়ন করা হবে। বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ সংশ্লিষ্ট বিভাগের ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ হতে সর্বোচ্চ YCGPA প্রাপ্ত ০১ (এক) জন করে ০৩ (তিন) জন শিক্ষার্থীর নাম নির্ধারণ করে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রেরণ করবেন, যেক্ষেত্রে শিক্ষার্থীর মৌখিক সম্মতি থাকা বাঞ্চনীয়।

ছাত্র পরিষদের উপদেষ্টা থাকবেন ০৩ জন, আহবায়ক ০১ জন, সদস্য সচিব ০১ জন এবং সদস্য হবেন ১৬ জন।

উপদেষ্টা পরিষদ ১৮ জুন ২০২৫ এর মধ্যে ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি রেজিস্ট্রারের নিকট প্রেরণ করবেন বলে উক্ত নোটিশে জানা যায়।


More News Of This Category