• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

ঈদ: নতুন নকশার ২০০ কোটি টাকার নোট ব্যাংকে

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : রবিবার, ১ জুন, ২০২৫

বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ২০, ৫০ ও ১০০০ টাকার যে নতুন নোট ছাপা হয়েছে- তা গ্রাহকদের হাতে পৌঁছাবে সোমবার থেকে।

এসব নোট বাণিজ্যিক ব্যাংকগুলোকে রোববার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে আনুমানিক ২০০ কোটি টাকার তিন ধরনের নোট ব্যাংকগুলোতে দেওয়া হবে। ১১টি ব্যাংকের মাধ্যমে এ নতুন টাকা বিতরণ করা হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন নকশার নোটগুলো মিলবে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, পূবালী, উত্তরা, ডাচ-বাংলা, ইসলামী, আল আরাফাহ ইসলামী, ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংকে।

বাংলাদেশ ব্যাংক ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটের নকশার ছবি প্রকাশ করে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসব নোটের সঙ্গে বিদ্যমান নোটগুলোও চালু থাকবে। নতুন নোটে গর্ভনর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।

কেমন হল বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট

নতুন নকশার ১০০০ টাকার নোটের এক পিঠে জাতীয় সংসদ ভবন, অপর পিঠে জাতীয় স্মৃতিসৌধের ছবি রাখা হয়েছে।

৫০ টাকার নোটের এক পিঠে স্থান পেয়েছে আহসান মঞ্জিল; অপর পিঠ নকশা করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ দিয়ে।

২০ টাকার নতুন নোট সাজানো হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি ব্যবহার করে।

নতুন নকশার এ তিন নোট ছাড়াও ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা নতুন করে ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গভর্নর আহসান এইচ মনসুর গত ২৪ মে বলেছিলেন, কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।

এর আগে রোজার শুরুতে বাংলাদেশ ব্যাংকের তরফে বলা হয়েছিল, রোজার ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন নোট পাওয়া যাবে। আগের নকশার সেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরই থাকবে। আর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট বাজারে আসবে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে।

তবে নোট ছাড়ার কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের তরফে জানানো হয়, বঙ্গবন্ধুর ছবি দেওয়া নোট ঈদের আগে ছাড়া হবে না। কোরবানি ঈদের আগে নতুন নকশার টাকা ছাড়া হবে।

তবে সে সময় কেন নতুন টাকার নোট ছাড়া হয়নি, তা তখন খোলাসা করেনি কেন্দ্রীয় ব্যাংক। শেখ মুজিবের ছবিওয়ালা নোট নিয়ে আপত্তি থাকায় তা বাজারে ছাড়া হয়নি বলে গুঞ্জন রয়েছে।


More News Of This Category