“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। ভূমির মালিকানা প্রমানে, দাখিলা নিন নিজ উদ্যোগেসহ” বিভিন্ন প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে ভূমি মেলা ২০২৫ এর বর্ণাঢ্য ৱ্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি অফিসের আয়োজনে এ ভূমি মেলা অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ।
তিনি বলেন, আমরা যখন জমি ক্রয় করি অথবা জমি নিয়ে ঝামেলা হয় তখন ভূমি সম্পর্কে জানতে চেষ্টা করি। কিন্তু ভূমি সম্পর্কে জানা থাকা জরুরি। আমাদের পাঠ্য বইয়ে ভূমি সম্পর্কে জানার জন্য অন্তর্ভুক্ত করা উচিৎ। যাতে বিদ্যালয় থেকেই ভূমি সম্পর্কে জ্ঞান থাকে। ভূমি জরিপগুলোও প্রশাসনিক ঝামেলার কারণে হয় না। ভূমি সম্পর্কে সেবা গ্রহীতাদেয় সহজে জানানোর জন্যই এ ভূমি মেলা।
আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সরকারি কর্মকর্তা আবু সালেক, সিংগাইর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা, সেবা গ্রহীতা মাহফুজুর রহমান ভূঁইয়া, রমজান আলী প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এনেকেই উপস্থিত ছিলেন।