মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খল্লী গ্রামে স্ত্রীর পরকীয়ায় জেরে স্বামীর বিষ পাণ করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার পরকীয়ায় জেরে স্বামী গনেশ মনিদাস রাতে ঢাকা সোহরাওরার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।
জানা গেছে,সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামের রবি মনিদাসের ছেলে গনেশ মনিদাস (২৬) সাথে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার অন্তরা মনিদাসের সাথে পারিবারিক ভাবে ৮ বছর আগে বিয়ে হয়েছে। অপর দিকে পরকীয়ার প্রেমের সাথে জড়িত এমন অভিযোগে তাদের সাথে প্রায় ঝগড়া হত। এর ধারাবাহিকতার জের ধরে স্ত্রী অন্তরা মনিদাসের সামনে সকাল ৬টার দিকে বিষ পাণ করেন গনেশ মনিদাস।
পরে গনেশ মনিদাসকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করে সোহরাওরার্দী হাসপাতালে ভর্তি করি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
মানিকগঞ্জ কর্ণেল মালেক হাসপাতালে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে একটি অপ মৃত্যু মামলা দায়ের হয়েছে।