• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
বঙ্গোপসাগরে মনপুরার ট্রলারডুবি: ৫ ঘণ্টা পর ২২ জেলে উদ্ধার চরফ্যাশনের কিশোর জিসান চট্টগ্রামে নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিংগাইরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “KRC শান্তিপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫” ফাইনাল ম্যাচ মনপুরায় বৈরী আবহাওয়ার প্রভাবে কলাতলি ইউনিয়ন প্লাবিত!দূর্ভোগে সাধারন মানুষ সিংগাইরে প্রবাসীর জমি দখল ও লুটপাটের অভিযোগ, স্ত্রীর নিরাপত্তাহীনতা মানিকগঞ্জে জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্যর মৃত্যু কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযান: বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার মনপুরায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নাসিম সভাপতি ও রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনলাইন নিউজপোর্টাল তারুণ্যের কণ্ঠ.কম সারাদেশে  জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ, উদ্যমী ও মেধাবী  হতে হবে।  জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে। newstarunkantho@gmail.com  

কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলা

তারুণ্যের কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদল নেতা প্রকৌশলী আবু সায়েমের(৪৫) ওপর হামলার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জামির্ত্তা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আবু সায়েম বর্তমান সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জামির্ত্তা ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চাপরাইল গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে।
হামলার ঘটনায় আবু সায়েম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাইর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই জামির্ত্তা এলাকায় একটি চক্র অবৈধভাবে তিন ফসলির জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। যুবদল নেতা প্রকৌশলী আবু সায়েম ওই মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এলাকাবাসীর সহায়তায় একাধিক মানববন্ধন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাটি ব্যবসায়ী আয়নালের
নেতৃত্বে খোকন, রতন, স্বপন, বক্কার, জমির, ফারুক, কফিল, রফিকুলসহ অজ্ঞাত আরো ৪-৫ জন বৃহস্পতিবার সন্ধ্যায় লাঠিসোঁটা নিয়ে ওই নেতার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আবু সায়েমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যুবদল নেতা আবু সায়েম বলেন, গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সিঙ্গাইর ভাষা শহিদ রফিক সেতুন টোল মুক্তের ডাক দিয়েছিলাম। আমার সেই ডাকে ছাত্র জনতা ও দলবল নির্বিশেষে সবাই প্রতিবাদে অংশগ্রহণের ফলে বন্ধ হয় ব্রিজের টোল আদায় । এছাড়াও আমি যেখানে অন্যায় অবৈধ কোনো কাজ দেখতাম, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মধ্য দিয়ে প্রতিবাদ করতাম। এ কারণেই একটি শ্রেণী যারা অবৈধ কাজ কর্মে লিপ্ত থাকে তারা অনেকেই আমার উপর ক্ষিপ্ত হয়। এছাড়া জামির্ত্তা এলাকার মাটি কাটার প্রতিবাদ করায় মাটিখোর আয়নাল গং আমার উপর হামলা চালায়।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অতিদ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


More News Of This Category