মো. কামরুল হোসেন সুমন, ভোলাঃ
ভোলা জেলার ঐতিহ্যবাহী মনপুরা উপজেলায় গণ যুব ছাত্র অধিকার পরিষদ এর নেতৃত্বে সদস্য সংগ্রহ প্রচার-প্রচারণা উদ্দেশ্যে লিফলেট বিতরণ শুরু করেন ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ তুলাতুলি বাজার,রাম নেওয়াজ লঞ্চ ঘাট,রামনেওয়াজ মাঝ ঘাট, রামনেওয়াজ বাজার, রামনেওয়াজ নতুন বাজার ও ২ নং হাজিরহাট সদর ইউনিয়ন চৌধুরী বাজার, ও হাজিরহাট বাজার বিতরণ করে সমাপ্ত ঘোষণা করেন করেন।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেনঃ১। জনাব মোঃ হাসান (আহব্বায়ক মনপুরা উপজেলা গণধিকার পরিষদ)২।মোঃ মেহেদী হাসান (সদস্য সচিব মনপুরা উপজেলা গণধিকার পরিষদ)৩।মোঃ রাকিব হাওলাদার (সভাপতি মনপুরা উপজেলা যুব অধিকার পরিষদ)৪।মোঃ আরিফ কোম্পানী (সহ-সভাপতি মনপুরা উপজেলা যুব অধিকার পরিষদ)৫।মোঃ শাখাওয়াত হোসেন (সাধারন সম্পাদক মনপুরা উপজেলা যুব অধিকার পরিষদ)৬।মোঃ মুসুম (ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদ সহ -সাংগঠনিক সম্পাদক)
৭।মোঃ হাসনাইন আহমেদ তাওসিফ (সিনিয়র সহ-সভাপতি মনপুরা উপজেলা ছাত্র অধিকার পরিষদ) এদের নেতৃত্বে প্রাই অর্ধ শতাধিক নেতাকর্মী এ লিফলেট বিতরন করেন