যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহিদ মিনারে পুস্পঞ্জলী অর্পন করে ভাষা আন্দোলনে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, রেজাউল করিম, হাবিবুর রহমান রাজিব, ইমরান হোসেন,জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, আ: গফুর, মাহমুদুল হাসান, মিলন মাহমুদ, মোশারফ মোল্লা ও মো. মামুন হোসাইন উপস্থিত ছিলেন।