নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের প্রথম এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। ৯৫ টি ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগটির প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদ আলম। সাধারণ সম্পাদক পদে ৮৯ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিভাগটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. তানভির হায়দার তন্না।
এছাড়াও সহ-সভাপতি পদে সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান (৭৬ ভোট) ও তানভির মুরাদ (৪৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবদুল বারেক (৬৬ ভোট) ও মোহাম্মদ জমসাদ (৫৫ ভোট) নির্বাচিত হয়েছেন।অর্থ সম্পাদক পদে শেখ আহমেদ ইমতিয়াজ (৭৫ ভোট) এবং আসিফুল আলম (৪৫ ভোট), সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজেশ ভৌমিক (৮৪ ভোট) নির্বাচিত হয়েছেন।
আইসিটি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাহাদাত ইসলাম (৮৫ ভোট), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আফজাল হোসেন নবীন (৮৫ ভোট), উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবদুল আজিজ (৮৭ ভোট), নারী কল্যাণ সম্পাদক নুরুন নাহার (৮৩ ভোট) হিসেবে নির্বাচিত হয়েছে।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মুর্তাহিন মান্নান সিয়াম (৬২ ভোট), আবু ওবায়দা (৫৮ ভোট), মো. আবদুস সালাম (৫৭ ভোট), আতাউল্লাহ সালমান (৫৫ ভোট), কাজী আবু শফিউন জেডনী (৫০ ভোট), ফাতিমা তুজ জোহুরা (৪৯ ভোট) ও আবেদিন (৪৬ ভোট)।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬০ জন, যার মধ্যে ৯৭ জন ভোট প্রদান করেছেন। নির্বাচিত কমিটির সদস্যরা আগামী দিনে এলামনাইদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং ফার্মেসি বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।