শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
কালীগঞ্জে জামায়াতের কর্মীদের ইফতারে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার চরফ্যাশন উপজেলা কমিটি গঠন নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে

-
প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

মানিকগঞ্জের সিংগাইরে ১০ ও ৭ বছরের চার শিশুকে কুপ্রস্তাব,  অশ্লীল কথাবার্তা ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার মো. বাবুল হোসেনের(৪০) বিরুদ্ধে। বাবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করেছে।

গত ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর বাজারে ঘটনাটি ঘটে। বাবুল হোসেন জামির্ত্তা ইউনিয়নের মুন্সীনগর গ্রামের মৃত. হানিফের ছেলে। রামনগর বাজারে চায়ের দোকান পরিচালনা করেন বাবুল হোসেন।

স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রতিবেশী এক শিক্ষিকার কাছে আরবি পড়তে যায়। আরবি পড়ার জন্য যাওয়া-আসার পথে বাবুল হোসেন বিভিন্ন সময় তাদেরকে অশ্লীল কথাবার্তাসহ অশালীন আচরণ করে এবং কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বৃহস্পতিবার বিকেলে সহপাঠিরা বাড়ী ফেরার পথে সিংগাইর থানাধীন রামনগর বাজারের টিউবয়েল পাড়ে পৌছালে ওৎ পেতে থাকা বাবুল হোসেন অশালীন কথাবার্তা বলে। একপর্যায়ে বিবাদী ধরার জন্য এগিয়ে গেলে তারা ভয়ে দৌড়ে বাড়ীতে চলে যায়। তাদের ভয়ে কাপতে দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা জানায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রামনগর বাজারে বিবাদীর দোকানে গেলে বাবুল হোসেন কৌশলে দোকান হতে পালিয়ে যায়।

অভিযুক্ত বাবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি বিএনপি করি আর তারা আওয়ামীলীগ করতো। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করছে তারা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর