সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইর থানা ও ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর সোসাইটির যৌথ উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফোর্ডনগর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ফোর্ডনগর সোসাইটির সভাপতি, সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধল্লা বিট অফিসার এস আই জয়নাল আবেদীন, বাংলা টিভির চেয়ারম্যান ও আক্তার গ্রুপ অব কম্পানীর কর্ণধার আক্তারুজ্জামান, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সিংগাইর থানার হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব , নাদিয়া ফানিচার সিইও আব্দুল করিম মজুমদারসহ অনেকে।
ওসি জাহিদুর ইসলাম মদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করেন।
তিনি বলেন, পুলিশ ভাল মানুষের বন্ধু, যারা অপরাধ করবে, যারা মাদক ব্যবসা, জুয়া, ইপ্টিজিং, চুরি ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ করবে, তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা।
এসময় মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেন।
এছাড়া, সিংগাইর উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি সকল ধরণের অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
উক্ত সভায় ওসি জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ধল্লা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক নাগরিক কমিটি ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।