এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক
দাফনের ১০ মাস ছয় দিন পর আদালতের নির্দেশে মানিকগঞ্জের সাটুরিয়ায় নুরুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) লাশটি উত্তোলন করা হয়। নুরুল তিল্লীর চর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নুরুল স্ট্রোক করে মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। গত বছরের ২২ ডিসেম্বর মৃতের ভগ্নিপতি এরশাদ একটি হত্যা মামলা করলে আদালত তদন্তের জন্য সাটুরিয়া থানা পুলিশকে দেন। এরপর ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ওই লাশ উত্তোলনের আবেদন করে পুলিশ। ৩১ জানুয়ারি লাশ উত্তোলনের আদেশ দেন আদালত।
লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, ডা. হাবিবুর রহমান, তদন্ত কর্মকর্তা এস আই মোজাম্মেল উপস্থিতি ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বলেন, লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, সুষ্ঠু তদন্তের জন্য আদালত থেকে আদেশের পর লাশ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।