পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলমের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিম ও হেফজখানার ছাত্রদের মাঝে কালাইয়া শাখার মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালাইয়া বন্দরের বাইতুল আমান নূরানী হাফিজিয়া মাদ্রাসা , শরিফ বাড়ি হাফিজিয়া মাদ্রাসা, পানজু মৃধা বাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখা প্রধান মোঃ আল মামুন, সেকেন্ড অফিসার মোঃ নাজমুল হক, এক্সিকিউটিভ অফিসার মোঃ ইমাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু সহ অন্যান্যরা।