শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
কালীগঞ্জে জামায়াতের কর্মীদের ইফতারে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার চরফ্যাশন উপজেলা কমিটি গঠন নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

ভোলায় গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ে সমন্বয় সভা

-
প্রকাশ : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

মো. কামরুল হোসেন সুমন, ভোলা:

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ভোলা জেলায় গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা। সভার শুরুতে ভেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সভার প্রধান অতিথি ও জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে ডিসি বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা না থাকাতে গ্রাম আদালতের কার্যক্রমে কিছুটা প্রভাব পরলেও এখন দায়ীত্বপ্রাপ্ত প্রশাসকদেরকেও গ্রাম আদালতের কার্যক্রম চালানোর ক্ষমতা দেয়া হয়েছে। তাই এখন আর পিছিয়ে পরার সুযোগ নেই। আপনারা অন্ততঃ সপ্তাহে একদিন হলেও প্রশাসকদের মাধ্যমে মামলা নিস্পত্তির কার্যক্রম পালন করবেন। যাতে ভোলা জেলার প্রতিটি গ্রামের মানুষ গ্রাম আদালতের সুফল পেতে পারে। আর সেই কাজে ইউপি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকেই। তাই আপনারা সঠিকভাবে দায়ীত্ব পালন করলেই গ্রাম আদালতের কার্যক্রম তরান্বিত হবে।

গ্রাম আদালত প্রকল্পের ভোলা জেলার সমন্বয়ক অশোক সরকার এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভোলা জেলায় গ্রাম আদালতের কার্যক্রম, অগ্রগতি, বর্তমান প্রেক্ষাপটে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, দৌলতখানের নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী, লালমোহনের নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও বেশ কয়েকজন ইউপি প্রশাসনিক কর্মকর্তা। দিন ব্যাপী অনিষ্ঠিত সভায় প্রতিবন্ধকতাগুলো উত্তরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইউপি সচিবদের তোলা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সমন্বয়ক অশোক সরকার। তিনি প্রজেক্টরের মাধ্যমে ভোলা জেলায় পরিচালিত গ্রাম আদালত কার্যক্রমের চিত্র সভায় উপস্থাপন করেন।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনডিসি সামছুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন এবং ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত ইউপি প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ও গ্রাম আদালত প্রকল্পের অফিসার রিয়াজ মোর্শেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর