শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
কালীগঞ্জে জামায়াতের কর্মীদের ইফতারে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার চরফ্যাশন উপজেলা কমিটি গঠন নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

মানিকগঞ্জে মা-মেয়েকে বিয়ে, ভন্ড যুবক গ্রেফতার

-
প্রকাশ : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
যুবককে গ্রেফতার

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক:

মানিকগঞ্জ সদর উপজেলায় গোপনে সৎ মেয়েকে বিয়ে ও অন্তরঙ্গ ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভন্ড জামাল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের বিল-ডাউলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মালিরআট এলাকার মৃত কবেদ আলী শেখের ছেলে।

পুলিশ জানান, ২০১৩ সালে পারিবারিক ভাবে ওই মেয়ের মা’কে বিয়ে করেন জামাল শেখ। এরপর স্ত্রীসহ সৎ ছেলে ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি এলাকায় বসবাস করেন জামাল শেখ। এরমধ্যে হঠাৎ করে একদিন গোপনে সৎ মেয়ের গোসলের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন এবং সৎ মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় জামাল শেখ। তাকে বিয়ে না করলে গোপন অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় জামাল শেখ। পরে আত্ম-সম্মানের কথা চিন্তা করে গোপনে আদালতে গিয়ে বাবা জামাল শেখকে বিয়ে করেন ওই সৎ মেয়ে। এরপর ভাগ্য পরিবর্তন করতে ২০২২ সালের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলে যায় জামাল শেখ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৩ সালে ছুটিতে দেশে আসে জামাল শেখ। এরপর তার স্ত্রীর (সৎ মেয়ে) সাথে সংসার করতে থাকে এবং জামাল শেখ গোপনে স্ত্রীর অন্তরঙ্গ দৃশ্য ছবি তোলে ও ভিডিও করে। বিষয়টি বুঝতে পেরে একাধিকার নিষেধ করে তার স্ত্রী (সৎ মেয়ে)। কিন্তু তার নিষেধাজ্ঞা না শোনায় রাগ করে বাবার বাড়ি (রাজবাড়ী) চলে যায়। এরপর মা ও মেয়ের বিয়ের বিষয়টি জানতে পেরে ২০২৪ সালের এপ্রিল মাসে জামাল শেখকে আদালতের মাধ্যমে তালাক দেয় তার স্ত্রী (সৎ মেয়ে)।

ওই নারী (সৎ মেয়ে) জানান, এসব বিষয় জানার পর আইনজীবীর সাথে আলোচনা করে জামাল শেখকে তালাক দেই। এরপর সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করি। বিয়ের কথা জানতে পেরে জামাল শেখ ক্ষিপ্ত হয়ে যায় এবং আমার আগের সংসারের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমার স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয় জামাল শেখ। এরপর স্বামীর সাথে আলোচনা করে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে জামাল শেখের বিরুদ্ধে মামলা করি।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, মামলার পর অভিযুক্ত সৎ বাবা ও তালাকপ্রাপ্ত জামাল শেখকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর