শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
কালীগঞ্জে জামায়াতের কর্মীদের ইফতারে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠন সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সাংবাদিক সংস্থা ভোলার চরফ্যাশন উপজেলা কমিটি গঠন নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

দ্রুত গতির মাল্টিটাস্কিং সুবিধা দিচ্ছে ভিভো এক্স২০০

-
প্রকাশ : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ভিভো এক্স২০০

নতুন বছরে সারাদেশে আলোচনায় রয়েছে ভিভোর ফ্ল্যাগশিপ এক্স সিরিজের নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০। মিডিয়াটেকের ৩এনএম ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দিয়ে পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছে দ্রুতগতি, সহজ মাল্টিটাস্কিং এবং অত্যাধুনিক কুলিং প্রযুক্তির এই ডিভাইস। ভিভো এক্স২০০ বাংলাদেশে এসেছে গত ডিসেম্বর মাসের শেষ দিকে।

ডাইমেনসিটি ৯৪০০-এর শক্তি ও দক্ষতা ভিভো এক্স২০০-এর প্রতিটি কার্যক্রমে দৃশ্যমান। স্মার্টফোন প্রযুক্তির শক্তিশালী এই চিপসেটটি ভিভো এক্স২০০-কে অন্য সব ডিভাইস থেকে আলাদা করে তুলেছে। ফলে এটি ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং, ভিডিও স্ট্রিমিং, লাইভ শেয়ারিংয়ে সহজ এবং ঝামেলাহীন অভিজ্ঞতা দিচ্ছে।

ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটের আরেকটি বড় সুবিধা হলো এর দারুণ পাওয়ার ইফিসিয়েন্সি। এটি ২য় প্রজন্মের টিএসএমসি ৩এনএম প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি। দীর্ঘ সময়ের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সময়েও ডিভাইসটি দ্রুত গরম হয় না। ফলে ফোনটির ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী থাকে।

ভিভো এক্স২০০-এর অত্যাধুনিক চিপসেট প্রযুক্তি এর জিপিইউ ও এআই ক্ষমতাকে আরও উন্নত করেছে। এই চিপসেটের সিপিইউ পারফরম্যান্স আগের চেয়ে ২৮% উন্নত। এছাড়া, এনপিইউ ৮৯০ এআই প্রসেসর পূর্বের তুলনায় ৩৫% কম শক্তি খরচে দ্রুত এবং কার্যকরী এআই পারফরম্যান্স নিশ্চিত করছে।

এছাড়াও ভিভো এক্স২০০-তে রয়েছে জাইস-এর সহযোগিতায় নির্মিত ৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরা। যা দিয়ে পেশাদার মানের ফটোগ্রাফি করা যাচ্ছে। সাথে এর ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো কঠিন ঠান্ডায়ও নিজের কর্মক্ষমতা ধরে রাখছে।

ভিভো এক্স২০০ এর নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম এ রয়েছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট এবং এআই ইরেজের মতো স্মার্ট ফিচার।

প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইনে নতুনত্ব আনা ভিভো এক্স২০০ পাওয়া যাচ্ছে ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক—এই দুটি রঙে। এর দাম ১,৩৯,৯৯৯ টাকা। স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন ৩,৯৯৯ টাকা মূল্যের এয়ারবাডস। এছাড়াও তাঁরা নিতে পারছেন ১৫,০০০ টাকার রিরো প্যাকেজ অথবা ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।

ভিভো প্রসঙ্গে-
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওইয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

// বিস্তারিত জানতে যোগাযোগ: আহমেদ আল আমীন, ইনফো পাওয়ার, ০১৮৮৯৯৮২৯৭৫



এ বিভাগের আরো খবর

Our Like Page



এক ক্লিকে বিভাগের খবর