
মানিকগঞ্জের সিংগাইরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি আনতে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষীরা এলাকায় ডা. জামাল সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি আবিদুর রহমান খান রোমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস্তা মানিকনগর ডাউটিয়া রোড সংলগ্ন ডা:জামাল সুপার মাকেট এর নতুন শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে এই এই নতুন বাজারের ঘোষণা করেন প্রধান অতিথি ।
সুদক্ষীরা এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ নাজিম উদ্দিন এর ছেলে ডাক্তার জামাল উদ্দিনের এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, মাস্টার জুবায়ের , বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, মোঃ আব্দুস সালাম মাস্টার, নুর উদ্দিন খান মেম্বার, মোঃ মনির , আনোয়ার হোসেন, উত্তর পানির এলাকার লুকমুদ্দিন , সাদেক আলী, ১ নং ওয়ার্ডের মেম্বার আব্বাস উদ্দিন, ২ নং ওয়ার্ডের মেম্বার মোতালেব হোসেন , সাবেক মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ ।
উল্লেখ্য,সততার মাধ্যমে ক্রেতাদের মন জয় করাই হচ্ছে ডা:জামাল সুপার মার্কেট নতুন বাজারে মূল উদ্দেশ্য। দৈনন্দিন এই বাজারে মাছ, মাংস, সবজি, ফল, বিস্কুট, বেবি ফুড, ফাস্ট ফুড, দই মিষ্টি, প্রসাধনিসহ রান্নাঘর থেকে সাজঘরের নিত্যপ্রয়োজনী যাবতীয় পণ্য পাওয়া যাবে এই নতুন বাজারে ।