মানিকগঞ্জ প্রতিনিধি:
ইতালিতে বসবাসরত মানিকগঞ্জের প্রবাসীরা আবারও তাদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করলেন। প্রবাসী সংগঠন "মানিকগঞ্জ জেলা সমিতি, ইতালি"-এর অর্থায়নে এবং 'চান্দহর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন' এর সহযোগিতায় গৃহীত 'স্বাবলম্বীকরণ প্রকল্পের' আওতায় জেলার এক অসচ্ছল যুবকের হাতে 'হ্যালো বাইক' এর চাবি তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
প্রবাসে থেকেও দেশের মানুষের দুঃখ-দুর্দশা অনুভব করেন ইতালি প্রবাসী মানিকগঞ্জের সন্তানেরা। সেই ভাবনা থেকেই তারা বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 'স্বাবলম্বীকরণ প্রকল্প' হাতে নেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে চান্দহর বাজার সংলগ্ন চত্বরে চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ রানার সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা সমিতি, ইতালি’র সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-মানিকনগর কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি হাজী মো. আমজাদ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আ. কাদের বেপারী, ইমান বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল ইসলাম পান্নু, চান্দহর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রেসিডিয়াম সদস্য মো. তারিফ হোসেন ও বুলবুল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল মোল্লা আবির, দপ্তর সম্পাদক মো. হাবিবউল্লাহ হাবিব, আইন বিষয়ক সম্পাদক কাউসার রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আরিফ মন্ডল, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, ভ্রমণ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী হাসান লিপন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি তার বক্তব্যে বলেন, "আমরা প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। মানিকগঞ্জের ভাইদের জন্য কিছু করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই 'হ্যালো বাইক' শুধু একটি বাহন নয়, এটি এক একটি পরিবারের স্বপ্ন পূরণের চাবি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একটি পরিবারেরও মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক হবে।"
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "মানিকগঞ্জ জেলা সমিতি, ইতালির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য। তারা দেখিয়েছেন যে, সদিচ্ছা থাকলে দেশের বাইরে থেকেও দেশের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখা যায়। এই প্রকল্প অন্যদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।"
বাইক পেয়ে সুবিধাভোগী এক যুবক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "অনেকদিন ধরে বেকার ছিলাম। পরিবারের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারতাম না। এই বাইকটি আমার শুধু একটি বাহন নয়, এটি আমার পরিবারের আয়ের একমাত্র উৎস হয়ে উঠবে। আমি সমিতির সকল সদস্যের কাছে চিরকৃতজ্ঞ।"
মানিকগঞ্জ জেলা সমিতি, ইতালি'র সভাপতি রেজাউল করিম ও সেক্রেটারি সাইফুল ইসলাম বেপারী বলেন, "প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য আমাদের মন কাঁদে। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া পেলে ভবিষ্যতেও আমরা এমন আরও মহৎ উদ্যোগ গ্রহণ করতে পারব, ইনশাআল্লাহ।"