সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় আবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে "শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়"। প্রতিষ্ঠানটির ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ ৯১.৫৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা উপজেলায় শীর্ষস্থানীয় ফলাফল হিসেবে বিবেচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, “এই অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলা।”
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ফলাফলের ধারাবাহিক উন্নতি এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে শীর্ষে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট শিক্ষাবিদগণ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশংসা কুড়ানো এ বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।